যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন তারা হয়তো boot/bootable এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে থাকবেন। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হলে হয় বাজার থেকে ডিস্ক কিনে এনে ইন্সটল দিতে হবে অথবা পেনড্রাইভকে বুটেবল করতে হবে। “বুটেবল ডিস্ক(bootable disk)” কথাটির অর্থ হল সিডি/ডিভিডি রম(ROM) একটি অপারেটিং সিস্টেমকে ধারণ করে যা কম্পিউটারের মেইন মেমোরি বা র্যাম(RAM) থেকে লোড নিতে সক্ষম। এখানে পেনড্রাইভের ক্ষেত্রেও একই ধরণের ঘটনা ঘটে। আজকাল বাজার থেকে সিডি কিনে আনার চেয়ে ইন্টারনেট থেকে অপারেটিং সিস্টেমের .iso ফাইল নামিয়ে পেনড্রাইভ বুটেবল করার মাধ্যমে খুব সহজেই কম্পিউটারে উইন্ডোস কিংবা লিনাক্স(উবুন্টু,মিন্ট,কালি ইত্যাদি) ইন্সটল দেয়া যায়। ১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS এ format করুন। অর্থাৎ যখন পেনড্রাইভটাকে ফরমেট করবেন তখন মেনু থেকে FAT এর পরিবর্তে NTFS সিলেক্ট করুন এবং format করুন। ২. এখন Windows এর Command Prompt মনেুতে যান। Start menu >> All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত...