ঘামে ভেজে শরীর জাগে
তৃষ্ণায় ফাটে বুক ।
গতর ভিজে ঘামে
আহা তাহার গন্ধতে কি সুখ।
ঘামের গন্ধে তৃষ্ণা মেটাই
নিঃশব্দের প্রতিক্ষণে
শাশ্বত সাদা মেঘের বৃষ্টি ঝরে
আমি দেখি
মালিকানাহীন
সাদা প্রেম।
ঢেঁকি তবুও কোমড় দোলায়
সুখ খোঁজে প্রেয়সী ঠোঁটে
ওষ্ঠ ভিজে তপ্তজলে
সখিরে তাহাতেই কি সুখ ।
তাং25/05/19 ইং
মকবুল হোসেন হল
সিটি ইউনির্ভাসিটি ।
-----------------------------------------------------------------------------------------------------------------------
সেই তুমি নীল পরী
সেই তুমি নীল পরী
অপরাহ্নের স্নানময় আলোতে
হলদে হেমন্ত যেন উপকূলে উপকৃতিতে
জড়াগ্রস্থ শীতও আসন্ন প্রায়
অডিটোরিয়াম দেখতে পাওয়া
সেই তুমি নীল পরী ।
দেখেছে তোমারী বদন, আমারী দু-নয়ন
হারিয়েছে দিশা কৈশর ও যৌবন
তুমি নীল পরী, নাকি নীলাঞ্জনা
নাকি অচিন পুরের অবঞ্চনা
দেখেছি চেয়ে তোমার সুশ্রী মুখচ্ছি বদন
অবগাহন করেছে হৃদয়ে দহন ।
মাথাতে কৃষ্ণ কালো কেশ
হাতেতে শুভা গোলাপেরী বেশ
হস্তে বাহারী রঙের চুরি
লেগেছে তোমায় অপরূপ অপ্সরী ।
ওগো নীল পরী ।
তোমার তীর্থের মতো শরীর
স্বপ্নে সমুদ্রের ঢেউ শব্দহীন অবলোকন
আকাশের মতো দূরে তোমার দিগন্ত
যেন বক্ষেতে ভরে আছে নীলজল ।
নীল শাড়ীর মধ্যে লোকানো নগ্ন শরীর আমি দেখবোনা
একদিন তোমার শরীর ভ্রমণে তীর্থে যাব
ওগো নীল পরী ।
তাং02/0219 ইং
[বিঃদ্রঃ কাল্পনিক চরিত্র ।আজ ভার্সিটিতে 49th ব্যাচের ওরিয়েনটেশন অনুষ্ঠানে হঠাৎ করেই অনুষ্ঠানে অংশ গ্রহন করলাম বন্ধু বান্ধবীর সাথে ।সবার পিছনেই বসলাম সবাই ।কিন্তু হঠাৎ করেই সামনে এসে বসে গেল এক নীল পুরী ।বান্ধবী নদিয়া থেকে কলম এবং বন্ধু শাহীনের থেকে ধার করা খাতা নিয়েই কিছু লাইন লেখলাম ।]
------------------------------------------------------------------------------------------------------------------------
"পদ্মা পারে"
"পদ্মা পারে"
ও মাঝি পদ্মা পারে
জাল বয়ে যাও কোথায়
জেলে বেশে
কোন শূন্য রংধনুময়
ঐ নীল গগনে।
ঈশানকোণে নিমিষেই
বাতাসের বেগে
নীলঝড় ফুঁসে ওঠে তমসায়
তোমার কি ভয় নাই মাঝি
জীবন নাশের আশায় ।
বনি ইয়ামিন লাজু
31.07.18
মকবুল হোনসন হল,সিটি ইউনির্ভাসিটি .সাভার,ঢাকা
-------------------------------------------------------------------------------------------------------------
কবিতা “স্মৃতি কথা”
স্মৃতি কথা
আমি গিয়ে ছিলাম তোমাদের বাড়িতে
তোমাকে দেখিতে
প্রকৃতিতে তখন আগাম বার্তা
ব্যাঙের ডাক,মানুসের তাড়াহুরা
বৃষ্টির পুর্বাভাস ।
গগনে কালো মেঘ,টিপটাপ বৃষ্টি
টুপটাপ টিনের চালের শব্দ
কার বৈশাখীর আর্বিভাব ।
আকাশের ঈশান কোণে
বিদ্যুৎ চমকানো বিকট শব্দ
ঘরে ফেরা রাখালে ভিড়
নীড়ে না ফেরা শালিকের
ছানাদের চিৎকার
হুহু করে কেদে ওঠা
শিশুটির আতনাৎ
স্থির করে দিয়ে ছিলো আমাকে।
তবুও দৃষ্টি আমার সীমানা
ভেদ করে দেখছিলো তোমাকে
হে অনামিকা ।
বিভীশিকাময় পরিবেশ
বলে ছিলাম আজ যাব না
ফিরে আমার ঘরে
তোমার মুখটি না দেখে ।
বনি ইয়ামিন লাজু
25.05.2013
বকশিগঞ্জ,জামালপুর ।
--------------------------------------------------------------------------------------------------------------------
শেষ বিদায়
শেষ বিদায়
তোমি তো নিয়েছো বিদায় নিজের তরে
তাই দিয়েছি বিদায় নিজ হাতে
আজ সেই হাত আমার কাসে
ক্যান্সারে আক্রান্ত
মহুতেই ছরিয়ে পরছে
আমার অঙ্গকোষে ।
আজ শেষ বিদায়ের বেলায়
আমি বিছিন্ন করতে পারছিনা
আমার হাত
আজ বুকের বামপাশ থেকে
কে জানি বলে ওঠে
যেয়না আমাকে ছেড়ে ।
আজ মনে হয় হে অনামিকা
পান্তের বিকালের মৃদ্যু হাওয়া
কৃষ্ণচূড়া বা সূর্য্য কণ্যা শিমুলের সংস্পর্শে
ফিরে যেতে চাই
আমাদের কল্পনায় সাজানো
ছোট কুটিরে ।
বনি ইয়ামিন লাজু
বন্দর,নারায়নগঞ্জ,ঢাকা ।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
শিশির ভেজা পায়ে
শিশির ভেজা পায়ে
স্নিগ্ধ মনে
তোমাকে দিয়েছিলাম
একটি তাজা গোলাপ
ফুলটি তোমি নিলেনা
ফেলে দিলে দূরে স্থানে
তোমার্ প্রতি যে আমার ভালোবাসা
তা ফেলবে কেমনে?
আজ সমাধির শেষ বেলায়
নিতে এসেছ তোমারী ফেলে দেওয়া
সেই গোলাপ ।
কি হবে আর এখন
যে ভুল করে ছিলে
শরুতে জীবনের যখন ।
দিয়েছিলাম লাল টকটকে
তাজা গোলাপ ,নাওনি
বিনিময়ে দিয়েছ শুধু কষ্ঠ ।
তুমি আজ নিজে নিজেই এসেছ
ফেলে দেওয়া গোলাপ কুড়িয়ে নিতে ।
বলছো ফুল নাও , নয়তো যন্ত্রনা দায়
ভালোবাসা নাও ,নয়তো বিনিময়ে মৃত্যু দাও ।
তাং6/06/2014
জামালপুর ।
------------------------------------------------------------------------------------------------------------------------
কিছু মনে করনা ,সময় আর কোথায় সময় নষ্ট করার
আমাকে যেতে হবে ।নির্বিঘ্নে বলে ছিলে তুমি ।
দূরে চরে যাবে তুমি
দেখা আর হবে না তা আর কখনো
যে প্রশ্নটি এতো কাল থেমে আছে
সত্য টা বলবে ,বলবে কি তুমি আমায় অনামিকা ।
তুমি বলে ছিলে
গেছে যে দিন সেতো একে বারেই গেছে
দিনতো আছে ,তবে রাতের আধার টা থমকে গেছে শুধু ।
অয়ন ডিস্টাব করো না আর
অতিথি পাখি একবারই আসে ।
এইতো আমার যাবার সময় হয়ে এলো ।
দিগন্তের দিকে তাকিয়ে তোমাকে শেষ
বিদায় অর্ভ্যথনা আর তোমার চোখের
ছলছল অশ্রু আজও শিওরিয়ে ওঠে
আমার শরীর, দেহ ,মন ।
writen by
boni yeamin laju
city university campus
Tuesday, June 5, 2018.
----------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------
থাকতে চাই তোকে ঘিরে
-----------------------------------------------
যে দিন দেখেছি তোমারী বদন
বেসেছি ভালো ,সময়ও নেই নি কিছুক্ষণ।
ভালোবাসি শুধু এতোটুকু জানো
জানাতে চাই না যে তুমি মোরে ভালবাস কি না বাসো ।
ভালোবাসি তোমকে যে পাওয়ার জন্য নয় ।
আমার জন্যই ভালোবাসি তোমাকে
আমি তোমার জন্য নয় ।
আমি তোমাতেই থাকি,তোমাকে হারায়
তোমারী মাঝে ।
আমি আমাকে খুজে পায় তোমারী মাঝে ।
আমি আরো ভাসতে চাই তোমার স্বপ্ন ঘিরে
আমি বেচে আছি থাকতে চাই তোকে ঘিরে ।
বনি ইয়ামিন লাজু .
মকবুল হোসেন হল,
সিটি ইউনিভার্সিটি,ঢাকা।
তাং২৬.০৪.২০১৯ ইং
------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
আবোল –তাবোল
------------------------------------------------------------------------------------------------------------
কি কে বা কারা
হয়তো নয়তো যারা
তোমার মন প্রশ্নে ভরা
সবার আবেগ আমি বুঝি
কি প্রশ্ন করবে তুমি
জানি, তাতো আমি জানি ।
হয়তো নয়তো যারা
তোমার মন প্রশ্নে ভরা
সবার আবেগ আমি বুঝি
কি প্রশ্ন করবে তুমি
জানি, তাতো আমি জানি ।
তিমির রাত্রি নয় ছলছল আলোয়
জোৎছনা ভরায়
গ্রতিটি প্রশ্নের একই উত্তর
অনামিকা তোমায় আমি ভালোবাসি ।
এ কি ,কেমন ভালোবাসা
এই বয়সে আমি বুঝিনা
তাতো আমি জানি না
হেসে নয়তো রেগে বলবে তুমি ।
একাকি উদ্মাদনায় তোমার বাতায়ন দারে
হেনে আঘাত
পেতেছি দুহাত দুরাশা বারে বারে
মিলিবে কিছু
এটাইতো ভালোবাসা ।
যাই বলো তুমি
বলবো আমি
যে প্রেম তুমি শিখাইবা
তা তোমি কোথায় শিখলা।
চিন্তা নিবির ,প্রশ্ন জটিল
চলন্ত কলম,হলো স্থির
কেন যে কলম
আরতো লেখছে না ।
বনি ইয়ামিন লাজু
বকশিগঞ্জ,জামালপুর
তাং25/01/15 ইং
Comments
Post a Comment