Skip to main content

Posts

Showing posts from October, 2018

সেদিনও প্রথম দেখাতেই আমার দুচোখের ঘুম কেরে নিয়েছে অতি নীরবেই ।

প্রিয়তমা প্রিয়ন্তি, সেদিনও প্রথম দেখাতেই আমার দুচোখের   ঘুম কেরে নিয়েছে অতি নীরবেই   ।জানিনা কোন আমার এক অজানা প্রেম তুমি , নামটাও আমার দেয়া আর নিজের অজান্তেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি , তোমার প্রেমে পড়ে গেছি তা শুধু এই মনটাই জানে।   জানো প্রিয়ন্তি, চূড়ান্ত অপ্রেমে অবহেলার মৃত্যুদূত শিয়রে শমন হেনেছে বারবার ..! কখনো তোমার নাম ধরে পিছু ডাকতেও তো পারিনি। তোমার বিশালতার কাছে নিজেকে এত ক্ষুদ্র , এত দীন মনে করি .! তবু তোমার নামের প্রেম যে ঢেলেছি অফুরান তুমি তা বোঝ কিন্তু তোমার বোঝা হয়ে ওঠেনি ! হঠাত্ ‍ বুকে আলতো ছোঁয়া . মাঝ বসন্তের দক্ষিণ হাওয়া হাওয়া এসে বলল কানে , প্রজাপতির পেখম মেলে . প্রেম এল রে প্রবাস খামে , প্রেম এল রে কূল ছাপিয়ে . বাণ এল রে হৃদ গগনে . । প্রিয়ন্তি, তোমি হয়তো বলবে হয়তো   আমার প্রেম অনৈতিক । তাও জানি ।   সবটাই অর্থহীন , অবান্তর , ধুলোবালি প্রেম , তবু ভালোবেসে ফেলি অপ্রয়োজনেই . অদৃশ্য ভাললাগার বন্যায় ভেসে...