প্রিয়তমা প্রিয়ন্তি,
সেদিনও প্রথম
দেখাতেই আমার দুচোখের ঘুম কেরে
নিয়েছে অতি নীরবেই ।জানিনা
কোন আমার এক অজানা প্রেম তুমি, নামটাও আমার দেয়া আর নিজের অজান্তেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার প্রেমে পড়ে গেছি তা শুধু এই মনটাই জানে। জানো প্রিয়ন্তি,
চূড়ান্ত অপ্রেমে অবহেলার মৃত্যুদূত শিয়রে শমন হেনেছে বারবার ..!
কখনো তোমার নাম ধরে পিছু ডাকতেও তো পারিনি।
কখনো তোমার নাম ধরে পিছু ডাকতেও তো পারিনি।
তোমার বিশালতার কাছে নিজেকে এত ক্ষুদ্র ,
এত দীন মনে করি .!
তবু তোমার নামের প্রেম যে ঢেলেছি অফুরান
তুমি তা বোঝ কিন্তু তোমার বোঝা হয়ে ওঠেনি !
এত দীন মনে করি .!
তবু তোমার নামের প্রেম যে ঢেলেছি অফুরান
তুমি তা বোঝ কিন্তু তোমার বোঝা হয়ে ওঠেনি !
হঠাত্ বুকে আলতো ছোঁয়া .
মাঝ বসন্তের দক্ষিণ হাওয়া
হাওয়া এসে বলল কানে ,
প্রজাপতির পেখম মেলে.
প্রেম এল রে প্রবাস খামে,
প্রেম এল রে কূল ছাপিয়ে .
বাণ এল রে হৃদ গগনে .।
মাঝ বসন্তের দক্ষিণ হাওয়া
হাওয়া এসে বলল কানে ,
প্রজাপতির পেখম মেলে.
প্রেম এল রে প্রবাস খামে,
প্রেম এল রে কূল ছাপিয়ে .
বাণ এল রে হৃদ গগনে .।
প্রিয়ন্তি,
তোমি হয়তো বলবে
হয়তো আমার প্রেম অনৈতিক । তাও জানি ।
সবটাই অর্থহীন , অবান্তর , ধুলোবালি প্রেম ,
তবু ভালোবেসে ফেলি অপ্রয়োজনেই .
অদৃশ্য ভাললাগার বন্যায় ভেসে যেতে যেতে ..
হয়তো বলবে , ". পাপ "
তা সে আমার হোক !
তবু খুনি তো আর নই ?
হয়তো স্বার্থপরের মত তোমায় ভালোবেসে
ভিখারিনীর চেয়েও বেশি নিঃস্ব করে ফেলি নিজেকে !
সবটাই অর্থহীন , অবান্তর , ধুলোবালি প্রেম ,
তবু ভালোবেসে ফেলি অপ্রয়োজনেই .
অদৃশ্য ভাললাগার বন্যায় ভেসে যেতে যেতে ..
হয়তো বলবে , ". পাপ "
তা সে আমার হোক !
তবু খুনি তো আর নই ?
হয়তো স্বার্থপরের মত তোমায় ভালোবেসে
ভিখারিনীর চেয়েও বেশি নিঃস্ব করে ফেলি নিজেকে !
আমি তোমাকে লিখছি: আমার সমস্ত স্বত্বা
আর বিবেকের অনুপ্রেরণায়।
একটি দীর্ঘ ভালবাসার চিঠি, একটি স্বপ্নের সবিস্তার,
মৌনতার বিষাদময়তায় গুটি গুটি অক্ষরগুলো
তোমার চেতনাকে আলোড়িত করবে।
তুমি কোনদিন ভাবতেও পারোনি কোন এক
অখ্যাত কবি তার বিশ্বাসের পুঁজি দিয়ে
তোমার জন্য রচনা করবে এরকম একটি চিঠি,
আর বিবেকের অনুপ্রেরণায়।
একটি দীর্ঘ ভালবাসার চিঠি, একটি স্বপ্নের সবিস্তার,
মৌনতার বিষাদময়তায় গুটি গুটি অক্ষরগুলো
তোমার চেতনাকে আলোড়িত করবে।
তুমি কোনদিন ভাবতেও পারোনি কোন এক
অখ্যাত কবি তার বিশ্বাসের পুঁজি দিয়ে
তোমার জন্য রচনা করবে এরকম একটি চিঠি,
তোমায় ভেবেছি .ভালোবেসেছি .বলেই
তোমায় লিখেছি .
তুমি বললে ,. " পাগল ".! ভালোবেসে প্রিয় কবির কবিতার নামে তোমার নাম দিলাম !
তুমি বললে ,. " পাগল ".! ভালোবেসে প্রিয় কবির কবিতার নামে তোমার নাম দিলাম !
তারপর ,একদিন তোমার বুকে নতুন প্রেমের
ঢেউ উউবে ।
ঢেউ উউবে ।
ভালোবাসার সোঁদা গন্ধে মুখরিত হয়ে উঠবে তোমার পৃথিবীটা ..আমার প্রাণে ও বুঝি বাঁধ ভাঙা খুশির বন্যা বয়ে যাবে !!
একদিন বললে , .." আর অত ভেবো না .
আর লিখো না .."
তবু মনে যে মানে না ! " ভুলি কেমনে "...!
হোক না তোমি প্রেম ভুল কবিতা !
শব্দে যে প্রেম গেঁথেছি .
বৃষ্টি ধোয়া খাতার পাতা..
ভেজালো চোখ বিষন্নতা
একদিন বললে , .." আর অত ভেবো না .
আর লিখো না .."
তবু মনে যে মানে না ! " ভুলি কেমনে "...!
হোক না তোমি প্রেম ভুল কবিতা !
শব্দে যে প্রেম গেঁথেছি .
বৃষ্টি ধোয়া খাতার পাতা..
ভেজালো চোখ বিষন্নতা
ক্যাম্পাসে
যখন তোমাকে দেখি..
তোমার দিকেই তাকিয়ে থাকি লজ্জাহীন
দৃষ্টিতে
ভাবতে থাকি শুধু তোমাকেই .
প্রিয়ন্তি,
ভাবতে থাকি শুধু তোমাকেই .
প্রিয়ন্তি,
তুমি জানোনা ভালবাসার মানে হচ্ছে অমর একটি সুর,
যে সুরের স্বরলিপি রচনা করবো আমি।
আমি দাড়িয়ে আছি একটি নদী-কিনারায়- যেখানে
স্রোতের তাণ্ডব আমাকে অমরত্বের সুর শোনায়।
তোমাকে আমি বিস্ময়কর সে সুরের ভেতর দিয়ে
তন্ন তন্ন করে খুঁজি। কোনদিন আমিও ভাবিনি।
যে সুরের স্বরলিপি রচনা করবো আমি।
আমি দাড়িয়ে আছি একটি নদী-কিনারায়- যেখানে
স্রোতের তাণ্ডব আমাকে অমরত্বের সুর শোনায়।
তোমাকে আমি বিস্ময়কর সে সুরের ভেতর দিয়ে
তন্ন তন্ন করে খুঁজি। কোনদিন আমিও ভাবিনি।
আমার পীঠ
স্যাঁতস্যাঁতে দেয়ালে আটকে আছে
মাথার উপরে অসংখ্য তাঁরা লাফালাফি করছে অনিয়মে
যেনো এখুনি ছিটকে পড়ে। আমি ঠিক এই সময় তোমার ধ্যান করছি,
তোমাকে লিখছি জীবনের শ্রেষ্ঠ প্রেমের চিঠি;
মাথার উপরে অসংখ্য তাঁরা লাফালাফি করছে অনিয়মে
যেনো এখুনি ছিটকে পড়ে। আমি ঠিক এই সময় তোমার ধ্যান করছি,
তোমাকে লিখছি জীবনের শ্রেষ্ঠ প্রেমের চিঠি;
এ চিঠি তোমার কাছে তুচ্ছ হতে পারে, তোমার কাছে
নিতান্তই উন্মাদ প্রেমিকের প্রলাপের মত হতে পারে
কিন্তু তুমি নিশ্চিত থাকো, এ চিঠি কোন সংশয় প্রদর্শন করবে না,
এ চিঠি তোমার মাংসপেশি আর নিতম্বের চর্চা করবে না,
এ চিঠি তোমার পেলব ঠোঁটের বৈশিষ্ট্যের গুণগান করতে নয়;
আজ আমি কেবল তোমাকে আগামী দিনের কথা শোনাবো।
নিতান্তই উন্মাদ প্রেমিকের প্রলাপের মত হতে পারে
কিন্তু তুমি নিশ্চিত থাকো, এ চিঠি কোন সংশয় প্রদর্শন করবে না,
এ চিঠি তোমার মাংসপেশি আর নিতম্বের চর্চা করবে না,
এ চিঠি তোমার পেলব ঠোঁটের বৈশিষ্ট্যের গুণগান করতে নয়;
আজ আমি কেবল তোমাকে আগামী দিনের কথা শোনাবো।
ইতি
পাগল
লেখকঃবনি ইয়ামিন লাজু
Comments
Post a Comment