Skip to main content

বাঁচতে হলে জানুন হ্যাকিং কি ?





হ্যাকিং কি?

.
হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা তোমরা প্রায় সবাই জান। আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং আবার অনেকের ধারনা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা, আসলে কি তাই? না আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। তোমার মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং এর আওতায় পড়ে। হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে।
.
এবার আসি হ্যাকার কে বা কি?
.
হ্যাকারঃ যে ব্যাক্তি হ্যাকিং practice করে তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে। আগে তো কম্পিউটারের এত প্রচলন ছিলনা তখন হ্যাকার রা ফোন হ্যাকিং করত। ফোন হ্যকার দের বলা হত Phreaker এবং এ প্রক্রিয়া কে বলা হ্য Phreaking । এরা বিভিন্ন টেলিকমনিকেশন সিস্টেমকে হ্যাক করে নিজের প্রয়োজনে ব্যাবহার করত।
.
তিন প্রকারের হ্যকার রয়েছেঃ
.
বলে রাখি হ্যাকারদের চিহ্নিত করা হয় Hat বা টুপি দিয়ে।
.
White hat hacker
Grey hat hacker
Black hat hacker
.
White hat hacker: সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ তাই না? না হ্যাকিং খুব খারাপ কাজ না। White hat hacker হ্যাকাররাই তার প্রমান করে যে হ্যাকিং খারাপ কাজ না। যেমন একজন white hat hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিকে ত্রুটি দ্রুত জানায়। এবার সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্কে্‌ একটি ওয়েব সাইট, একটি সফটোয়ার ইত্যাদি।
.
Grey hat hacker: Grey hat hacker হচ্ছে দু মুখো সাপ। কেন বলছি এবার তা ব্যাখ্যা করি। এরা যখন একটি একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে তখন সে তার মন মত কাজ করবে। তার মন ঐ সময় কি চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে ঐ সিকিউরিটি সিস্টেমের মালিকে ত্রুটি জানাতে ও পারে অথবা ইনফরমেশন গুলো দেখতে পারে বা নষ্ট ও করতে পারে। আবার তা নিজের স্বার্থের জন্য ও ব্যবহার করতে পারে। বেশির ভাগ হ্যকার রাই এ ক্যাটাগরির মধ্যে পড়ে।
.
Black hat hacker: আর সবছেয়ে ভয়ংকর হ্যাকার হচ্ছে এ Black hat hacker । এরা কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করলে দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়। ঐ সিস্টেম নষ্ট করে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়। ভাবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে পথ রাখে। সর্বোপরি ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে গুলোতেও ঢুকতে চেষ্টা করে।
.
হ্যকাররা অনেক বুদ্ধিমান এটা সর্বোজন স্বীকৃত বা সবাই জানে। অনেক ভালো ভালো হ্যাকার জীবনেও কোন খারাপ হ্যাকিং করে নি। কিন্তু তারা ফাঁদে পড়ে বা কারো উপর রাগ মিটানোর জন্য একটি হ্যাকিং করল। তখন তুমি তাকে উপরের কোন ক্যাটাগরিতে পেলবে? সেও Grey hat hacker কারন তার হ্যাকিং টা নির্ভর করছে তার ইচ্ছে বা চিন্তার উপর।


একজন ভাল হ্যাকার হইতে হলে কি কি শিখা লাগে।

হ্যাকিং আপনি কি আসলেই হ্যাকিং এর জন্য মেচিউর্ড ? ১। আপনার মাঝে আগ্রহ থাকতে হবে। আপনি বার বার কার কাছে হেল্প চাইলেন , কিন্তু উনি আপনারে পাত্তা দিলেন না । এই কারনে রাগ করে কিবা অভিমান করে হাল ছেড়ে দিতে পারবেন না। You will be rejected more then you get helped. ২। English এ আপনি ভাল , মানে খুবই ভাল হতে হবে। কারন শুধু হ্যাকিং না উচ্চ মানের সব কিছুই এখন ইংলিশ। ৩। আপনাকে প্রচুর ধৈর্য শীল হইতে হবে। ৪। Google সার্চ এ পারদর্শী হতে হবে। (Google search করা ও একটা যোগ্যতার বিষয় কিনা!) ৫। আপনাকে Computer চালানোতে দক্ষ থাকতেই হবে। ৬। আপনার মাথার processor স্পীড হতে হবে ৩.২ ghz clock speed মানের। মজা করলাম। মানে,আপনার মাথার চিন্তা করা ক্ষমতা দ্রুত হতে হবেই। some FAQ about hacking ১। আপনি যে হ্যাকার হইছেন এটা কিভাবে বুজবেন? সবসময় ৩ টা জিনিসের প্রতি খেয়াল রাখবেন।প্রথম আপনি কোডিংটা ভালোভাবে পারতে হবে,দ্বিতীয় হ্যাকারদের মধ্যে যেসব রুলস্ থাকে সেগুলো আপনার মধ্যে আছে কি নাই,তৃতীয়ত কোন বড় হ্যাকার টিম বা কোন বড় হ্যাকার আপনাকে হ্যাকার বলতিছে কিনা।যদি বলে থাকে তাইলে বুঝে নিবেন যে হ্যাঁ আপনি হ্যাকার। ২। ভাইয়া হ্যাকিং শিখাবেন? ভাই মানুষকে জিজ্ঞাসা না করে আপনার উচিত হবে গুগল ডট কম,ইউটিউব ডট কম,সিকিউরিটি টিউব এইরকম ওয়েবসাইটে গিয়ে হ্যাকিং এর বিষয়গুলা জানা। ★ হ্যাকার হয়ার আগে জেনে নিবেন যে গুগল কিভাবে ব্যবহার করতে হয়। ৩।হ্যাকিং কিভাবে শুরু করব? প্রথমে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সি শিখে নিন।তারপর সিকিউরিটির ব্যাপারে জানুন। হ্যাকিং এর কিছু বেসিক যেমন:sqli,rfi অনেককিছু আছে এ গুলো জানুন। ৪।ভাইয়া শুরু করতে আমি কি দেরি করে ফেললাম? প্রথমত শিক্ষার কোন বয়স নাই।দেখতে হবে আপনার ইচ্ছা শক্তি কতটুকু।বয়সটা কোন ফেক্ট না।আপনি যদি বৃদ্ধ বয়সে শুরু করেন আর আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাইলে আপনি বৃদ্ধ বয়সেও হ্যাকার হইলে পারবেন ইনশাআল্লাহ। ৫।আমার হ্যাকার হতে কত সময় লাগতে পারে? আপনার মাথায় কতটুকু বুদ্ধি আছে,আপনি হ্যাকিং এর পিছনে কত সময় দিচ্ছেন তার উপর নিভ্রর করছে। ৬।আপনি কি আমার কোন সিস্টেম হ্যাক করে দিবেন বা শিখাবেন কিভাবে করে? জি না।আমি কিন্তু আপনাকে হ্যাকিং শিখাছি না।আমি জাস্ট কিছু ব্যাসিক বলছি।কিন্তু হ্যাকিং কিভাবে করবেন সেটা আপনার উপর।আপনি যদি একবারে না পারেন তাইলে বারবার চেষ্টা করুন। ৭। ভাই একজনের ফেসবুক একাউন্ট হ্যাক করে দিতে পারবেন বা ইমেইল একাউন্ট? এগুলো সব সোশিয়াল ইঞ্জেনিয়ারিং। অযথা এইসব প্রশ্ন কোন হ্যাকারকে জিজ্ঞাসা করা থাকে বিরত থাকবেন। ৮।আমি হ্যাক হয়ে গেছি আপনি কি আমাকে হ্যাকিং থাকে বাঁচাবেন? আপনার কম্পিউটারটা আমি চালাই নাকি আপনি চালান।আপনি একটা লিংকএ ক্লিক করবেন আর হ্যাক হয়ে যাবেন সেখানে কি দোষ আমার। ৯।ভাই আপনি হ্যাকার হইছেন,একটা উইন্ডোজ সফটওয়্যার এ সমস্যা হইছে ঠিক করতে পারতেছেন না? ভাই আপনার উইন্ডোজ সফটওয়্যার এ সমস্যা হইছে গুগল করেন।আর আপনি যদি গুগল না করতে পারেন তাইলে আপনার হ্যাকার হওয়ার অধিকার নাই। ১০। আমি কোথায় রিয়েল হ্যাকার খুঁজে পেতে পারি কথা বলার জন্য? বিভিন্ন হ্যাক ফোরামে খুঁজেন যেমন ফোরাম ডট এক্সপায়ার ডট কম পেয়ে যাবেন। ১১।একজন রিয়েল হ্যাকার কে? হ্যাকার একটা জিনিস টার্গেট করছে এবং সে সেটা হ্যাক করছে।সেই হচ্ছে রিয়েল হ্যাকার। ১২।আপনার পচ্ছন্দের কোন ইবুক আছে কিনা? হ্যাঁ আছে।হ্যাকিং ফর ডামিসএটা। তারপর আরেকটি বই পড়তে পারেন তা হচ্ছে হ্যাকিং এক্সপস্ট।নীলক্ষেতে গেলে পাইতে পারেন। ১৩।হ্যাকার হতে হলে আমাকে কি অংকে ভালো হতে হবে? হ্যাকারদের অংক এর ব্যাপারে একটু ধারণা থাকতে হয় কোডিং এর জন্য। ১৪। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজটা প্রথমে শিখব? প্রোগ্রামিং ল্যাংগুয়েজটা সি।একটা কথা আছে যে সি ইস দা মাদার ল্যাংগুয়েজ ওফ অল ল্যাংগুয়েজ।আপনি চাইলে এইচটিএমএল ও শিখতে পারেন তবে সি দিয়ে শুরু করুন। অনেককিছু শিখতে পারবেন। ১৫।আমি কোন হাড্ওয়্যার ব্যাবহার করব? আপনি কি হবেন হ্যাকার অর ক্যারেকার। ক্যারেকার হইতে গেলে অনেক পাওয়ারফুল হাড্ওয়্যার লাগে। কিন্তু হ্যাকিং করতে গেলে বেশি পাওয়ারফুল লাগে না আবার একদম উইক ও চলবে না।মোটামুটি রাখলেই চলে। ১৬।ভাইয়া আমি আপনার সাথে যোগ দিতে চাই আপনি কি আপনার কোন সমস্যা আমাকে দিতে পারেন? একজন হ্যাকার কখনও তার সমস্যা আপনার সাথে শেয়ার করতে চাবে না।হ্যাঁ আপনার যদি কোন হ্যাকারের সাথে ভালো রিলেশন থাকে তাইলে সে আপনাকে সমস্যা দিতেও পারে।তবে নিজে নিজে সমস্যা খুঁজে সমাধান করার চেষ্টা করুন। ১৭।একজন হ্যাকার হইতে গেলে কি অব্যশই লিনাক্স ইউজার হইতে হবে? আসলে এটা একটা টট্রেজিশন হয়ে গেছে।কারণ লিনাক্সে সুবিধা বেশি। ১৮।আমি ফ্রি লিনাক্স কোথায় পাব? আমি একটা ওপেন সোর্স গুরুপ কোথায় পেতে পারি? আমাদের বাংলাদেশে অনেক ওপেন সোর্স গুরুপ আছে। লিনাক্সের গুরুপ আছে। লিনাক্স বাংলাদেশ নামেও একটা গুরুপ আছে।আপনি চাইলে যোয়েন করতে পারেন। some FAQ about hacking ভিডিও https:// www.youtube.com/watch?v=SMoVPwHjlPU এই ভিডিওটি দেখেন এই বাংলা ইবুকটাও অব্যশই পড়ে নিবেন Hacker Hobo Kivabe (হ্যাকার হবো কীভাবে) www.2shared.com/d …/fUj2qbrt/ Hacker_Hobo_Kivabe-WX_VMPR3.html some basic about hacking প্রোগ্রামিং কি? আমরা অনেকেই এই প্রশ্ন টির উত্তর জানি না। প্রোগ্রামিং হল প্রোগ্রাম বানানো বা সফটওয়্যার বানানো বা কম্পিউটার এর জন্য ছোট (কিংবা বড়!) টুল বানানো যা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন। এটিই হল প্রোগ্রামিং এর ব্যাসিক একটা সংজ্ঞা। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল আপনি যা দিয়ে আপনার প্রগ্রামটি বানাবেন অর্থাৎ যে ভাষাটি দিয়ে প্রোগ্রামটি বানাবেন। প্রোগ্রামাররা সেটাকে বলেন প্রোগ্রাম লিখা। কারণ আপনাকে প্রোগ্রামটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে লিখে লিখেই বানাতে হবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রোগ্রাম বানিয়ে কি করব?? প্রোগ্রাম বানিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন। আপনি আপনার বানানো সফট বানিয়ে বিক্রি করতে পারেন। ফ্রীলেন্সিং এর জন্যও ব্যাবহার করতে পারেন। ভাইরাস বানাতে পারেন। গাণিতিক সমস্যা সমাধান করতে পারেন। আপনি নিজের প্রয়োজনমত ব্যাবহার করতে পারেন।

Comments

Popular posts from this blog

Digital Circuits - Shift Registers

We know that one flip-flop can store one-bit of information. In order to store multiple bits of information, we require multiple flip-flops. The group of flip-flops, which are used to hold (store) the binary data is known as  register . If the register is capable of shifting bits either towards right hand side or towards left hand side is known as  shift register . An ‘N’ bit shift register contains ‘N’ flip-flops. Following are the four types of shift registers based on applying inputs and accessing of outputs. Serial In − Serial Out shift register Serial In − Parallel Out shift register Parallel In − Serial Out shift register Parallel In − Parallel Out shift register Serial In − Serial Out (SISO) Shift Register The shift register, which allows serial input and produces serial output is known as Serial In – Serial Out  (SISO)  shift register. The  block diagram  of 3-bit SISO shift register is shown in the following figure. This block d...

Discrete Mathematics - Rules of Inference

To deduce new statements from the statements whose truth that we already know,  Rules of Inference  are used. What are Rules of Inference for? Mathematical logic is often used for logical proofs. Proofs are valid arguments that determine the truth values of mathematical statements. An argument is a sequence of statements. The last statement is the conclusion and all its preceding statements are called premises (or hypothesis). The symbol “ ∴ ∴ ”, (read therefore) is placed before the conclusion. A valid argument is one where the conclusion follows from the truth values of the premises. Rules of Inference provide the templates or guidelines for constructing valid arguments from the statements that we already have. Table of Rules of Inference Rule of Inference Name Rule of Inference Name P ∴ P ∨ Q P ∴ P ∨ Q Addition P ∨ Q ¬ P ∴ Q P ∨ Q ¬ P ∴ Q Disjunctive Syllogism P Q ∴ P ∧ Q P Q ∴ P ∧ Q Conjunction P → Q Q → R ∴ P → R P → Q Q → R ∴ P → R ...

discrete mathematics: Venn Diagrams

Venn Diagrams Venn diagram, invented in 1880 by John Venn, is a schematic diagram that shows all possible logical relations between different mathematical sets. Examples Set Operations Set Operations include Set Union, Set Intersection, Set Difference, Complement of Set, and Cartesian Product. Set Union The union of sets A and B (denoted by  A ∪ B A ∪ B ) is the set of elements which are in A, in B, or in both A and B. Hence,  A ∪ B = { x | x ∈ A   O R   x ∈ B } A ∪ B = { x | x ∈ A   O R   x ∈ B } . Example  − If  A = { 10 , 11 , 12 , 13 } A = { 10 , 11 , 12 , 13 }  and B =  { 13 , 14 , 15 } { 13 , 14 , 15 } , then  A ∪ B = { 10 , 11 , 12 , 13 , 14 , 15 } A ∪ B = { 10 , 11 , 12 , 13 , 14 , 15 } . (The common element occurs only once) Set Intersection The intersection of sets A and B (denoted by  A ∩ B A ∩ B ) is the set of elements which are in both A and B. Hence,  A ∩ B = { x | x ∈ A   A N D...